আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষার্থে সারাদেশের মতো সিলেটের ফেঞ্চুগঞ্জেও বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে বিজিবি সদস্যরা পিকআপ ভ্যানের মাধ্যমে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন সড়ক টহল দিচ্ছে। সুবেদার সুরত আলী ফেঞ্চুগঞ্জে বিজিবির নেতৃত্বে রয়েছেন।
জানা যায়, যে কোনো ধরনের নির্বাচনী সংঘাত ও সহিংসতা রোধে ব্যবস্থা নেবে বিজিবি। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ফেঞ্চুগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করেছে বিজিবি।