ওসমানীনগরের গোয়ালাবাজার ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আল্হাজ্ব আব্দুল কুদ্দুছ শেখ এর সমর্থনে প্রচারণার শেষ দিনে গণ মিছিল সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) উপজেলার উত্তর গোয়ালাবাজারস্থ টেম্স টাওয়ারের সামন থেকে মিছলটি শুরু হয়ে সিলেট-টাকা মহাসড়ক পদক্ষিণ করে গোয়ালাবাজার-খাদিমপুর সড়ক হয়ে তরহাতি গ্রামে এসে এক ঊঠান বৈঠকের মাধ্যমে শেষ হয়।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন – চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল কুদ্দুছ শেখ, জেলা পরিষদের সদস্য আশিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সালাম শেখ, হিমেল আহমদ, শ্রমিক নেতা শেখ নোনাফর আলী লাকি, আব্দুল হক, আবুল কালাম শেখ, আব্দুশ শাহিদ শেখ, মতিউর রহমান, সাবেল আহমদ, শেখ সারওয়ার হোসেন, শেখ কবির আহমদ পলাশ প্রমুখ।