জমজমাট আয়োজনের মধ্যদিয়ে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ‘শিওরখাল প্রিমিয়ার ক্রিকেট লীগ’ ২০২২ সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি ) শিওরখাল গ্রামের উত্তরের মাঠে এই লিগের সমাপনী ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – শিওরখাল গ্রামের প্রবীণ মুরুব্বি হাজী মনোহর খান। সভাপতিত্ব করেন প্রবীন মুরব্বি সুনাওর খান।
বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম হেলাল এবং ধারাভাষ্যকার সালমান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধানবক্তা হিসেবে বক্তৃতা করেন- বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ছহুল এ মুনিম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- আর,টি,এন সুলতান মুহাম্মদ রাজু, সাবেক ইউপি সদস্য মাওলানা আজমান আলী, সাবেক ইউপি সদস্য নেছাওর আলী, বিশিষ্ট ক্রীড়া সংগঠন আছলাম খান, মো. ছমির আলী, মো. মুক্তার মিয়া, রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলাম, ক্রীড়ানুরাগী আলীওর খান, জোয়াদ উল্লাহ্, মাহমদ আলী ঠিকাদার, সোরাব আলী, মনসুর খান, দেওয়ানবাজার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনেল বারী, লিগ পরিচালনা কমিটির সদস্য- আবু বক্কর খান, জাকির আহমেদ, রামিম আহমেদ, মহিউদ্দিন খান ফাহিম , মইনুদ্দিন খান নাছির, হাসান আহমেদ, শাহরিয়ার খান, রায়হান আহমেদ, রাজা মিয়া, আজহার আহমেদ, নুরুদ্দিন খান তামিম প্রমুখ।
জানাগেছে, গত ১৬ জানুয়ারি ৩টি দলের অংশগ্রহনে ‘শিওরখাল নাইট রাইর্ডাসের আয়োজনে ৪র্থ বারের মতো এই লিগ শুরু হয়। লিগের ফাইনাল খেলায় ৮৪ রানের বিশাল ব্যবধানে এভেইনর্জাস শিওরখাল জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয়েছে সানরাইজ শিওরখাল।
ফাইনাল খেলায় ১শ ৫ রানে অনবদ্য ইনিংস খেলে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন এভেইনর্জাস শিওরখালের সাকের আহমদ। লিগের সর্বোচ্চ রান সংগ্রহ করেন – সায়েফ জৃম্মান। সর্বোচ্চ উইকেট লাভ করেন- মাহবুব ফাহিম।
ফাইল খেলায় অ্যাম্পায়ারের দায়িত্ব পালন করেন- জুমাল উদ্দিন, নোমান লস্কর ও আবু বক্কর খান।