বালাগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। রড, সিমেন্ট, বালি, কংক্রিটের পরিমাণে ত্রুটির কারণে ঢালাইকৃত ৪টি কলাম ভেঙ্গে পুনরায় নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন।
সরেজমিন পরিদর্শনকালে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৭লাখ টাকা ব্যয়ে সম্প্রতি একটি ওয়াশব্লক নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ‘গ্রেডভিম’ পর্যন্ত কাজ শেষ হয়েছে। পরবর্তী অংশ হিসেবে গত সোমবার রাতে গ্রেডভিম থেকে উর্ধ্বমূখী ৪ফুট উচ্চতা সম্পন্ন ৪টি কলাম ঢালাই (আরসিসি) ছাড়া হয়। ঢালাইয়ের পর গত মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকালেই কলামের স্থানে স্থানে ইটসুরকি খসে পড়তে শুরু করে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। ঘটনার সংবাদ পেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম আহমদ, প্রধান শিক্ষক নূরুর রহমান চৌধুরীসহ বিপুল সংখ্যক এলাকাবাসী জড়ো হন। এরপর এলাকাবাসীর প্রতিবাদের মুখে ঢালাইকৃত ৪টি কলাম ভেঙ্গে ফেলা হয়েছে। কাজের সাথে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় দায়িত্বশীল মো. রজব আলী (বাচ্চু মিয়া) ঢালাইকৃত কলাম তার অজ্ঞাতসারে রাতের বেলা ঢালাই করা হয়েছে বলে জানিয়েছেন। কলাম নির্মাণকাজে ‘অনিয়ম হয়েছে’ বলে তিনি স্বীকার করেছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকাবাসীর অভিযোগ ওয়াশব্লক নির্মাণ কাজে ব্যাপক ত্রুটি হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম আহমদসহ এলাকাবাসী আলাপকালে বলেন, কলাম স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই ঢালাইকৃত কাজ খসে পড়তে শুরু করে। ঘটনাটি বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহসহ সংশ্লিষ্ট সকলকে তাৎক্ষণিক জানানো হয়েছে।
বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লক নির্মাণ কাজে অনিয়মের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন। তিনি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ওয়াশব্লক নির্মাণ কাজে অনিয়মের ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়ে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে সরেজমিন তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।