নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ বিধি কার্যকর থাকবে। এদিকে রোববার রাত আটটার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন ওরফে মোজাক্কিরকে।
প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে জানাগেছে, রোববার রাত ১১টায় ১৪৪ ধারার বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান। তিনি বলেছেন, এ–সংক্রান্ত নির্দেশনা জারি করে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর পৌর এলাকায় মাইকিং শুরু করেছেন। এ সময় সব ধরনের সভা–সমাবেশ ও চারজনের অধিক জমায়েত নিষিদ্ধ থাকবে।