বালাগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের শুরা অধিবেশনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ২টায় বালাগঞ্জে দলীয় কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। শুরা অধিবেশনে উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নে মাওলানা মিসবাহ উদ্দিন মিছলু, দেওয়ান বাজার ইউনিয়নে হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক এবং পূর্ব গৌরীপুর ইউনিয়নে মাওলানা আশিকুর রহমানকে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হুসাইন আহমদ মিসবাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিকের পরিচালনায় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংগঠনের সিলেট জেলা শাখার সহসভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন – জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ, মাওলানা আশিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল হাদী, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ আলী আছগর। অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – উপজেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুশ শহিদ, মাওলানা আব্দুল বাতিন, মাওলানা মিসবাহ উদ্দিন মিছলু, সহ সধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন নোমান, মো. আব্দুর রশিদ মেম্বার, মাওলানা হাফিজ আব্দুল মুক্তাদির লায়েক, বায়তুল মাল সম্পাদক মো. আবু শাহাজান, অফিস সম্পাদক মাওলানা আব্দুল মালিক, সহ অফিস সম্পাদক মো. আব্দুল মুহিত, প্রচার সম্পাদক শামীম আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক বেলাল আহমদ তালুকদার, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, সহ উলামা বিষয়ক মাওলানা হুসাইন আহমদ, সদস্য মো. আব্দুল হাফিজ, মাওলানা ফারুক আহমদ, মাওলানা হুসাইন আহমদ আওলাদ, মাওলানা আব্দুল মুমিন, সাংবাদিক হেলাল আহমদ, শাহ ইফতিহার হোসেন প্রমুখ।