পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সৌদি আরব গমন করেছেন। গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৩টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ত্যাগ করেন। এরপর বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টায় জেদ্দা বিমানবন্দরে পৌঁছান।
ছাত্রলীগ নেতা শেখ শরীফ আহমদ রাজা জানিয়েছেন, সৌদি আরবে জেদ্দা বিমানবন্দরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসীবৃন্দের থেকে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এদিকে পবিত্র ওমরা পালনের জন্য সৌদি আরব গমনের প্রাক্কালে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সিলেট-৩ আসনের সর্বস্তরের নাগরিকদের কাছে দোয়া কামনা করেছেন