বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যাগে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের প্রতিষ্টাতা বিশিষ্ট সমাজসেবী আব্দুল আজিজ মাসুক এর অর্থায়নে উপজেলার ১৭০ জন শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২৪) ফেব্রুয়ারী বিকেলে উপজেলা সদরস্থ এম এ খান অডিটোরিয়াম প্রাঙ্গণে এলকম্বল বিতরণ করা হয়।
প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিলুর পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি হুসাইন আহমদ, সহ সাধারণ সম্পাদক এম এ কাদির, সদস্য – আবুল কাশেম অফিক, তারেক আহমদ, সাংবাদিক জাগির হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, শফিক মিয়া পীর মেম্বার, ফাউন্ডেশনের আব্দুল আহাদ, গহরপুর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ইব্রাহিম ফরহাদ প্রমুখ।শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম হেলাল।