সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকা থেকে ১৫ জুয়াড়ি গ্রেপ্তার



দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রী সহ ১৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে দক্ষিণ সুরমা থানার এসআই (নি.) স্নেহাশীষ পৈত্য এর নেতৃত্বে মোমিনখলা এলাকার আমিন মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- দক্ষিণ সুরমা থানার মোমিনখলা এলাকার আলা উদ্দিন মিয়ার কলোনির ভাড়াটিয়া মৃত কালা মিয়ার ছেলে রুবেল আহমদ (২৬), চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার পশ্চিমাদী গ্রামের মৃত শাহজাহান শেখের ছেলে সোহাগ শেখ (৩৯), চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার আমান উল্লাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে কবির আহমদ (৩০), এবং মো. হাসানের ছেলে আলমঙ্গীর আহমদ (২০), উভয়ের বর্তমানে দক্ষিণ সুরমা থানার মোমিনখলা এলাকার আমিন মিয়ার কলোনির ভাড়াটিয়া।

বালাগঞ্জ থানার গহরপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে মো. আলমঙ্গীর (৩৫) দক্ষিণ সুরমা থানার মোমিনখলা এলাকার ইকবাল মিয়ার কলোনির ভাড়াটিয়া, ফেঞ্চুগঞ্জ থানার চাঁনপুর গ্রামের লতিফ মিয়ার ছেলে রফিক আহমদ (২৭) সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার হুসেনপুর গ্রামের আব্দুল ছামাদের ছেলে মো. আবুল হাসান (২৪), দক্ষিণ সুরমা থানার গালিমপুর এলাকার পেশকারের বাড়ীর ভাড়াটিয়া, সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার দক্ষিণ কুল গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে মো. ইমাম হোসেন (২০), দক্ষিণ সুরমা থানার মোমিনখলা এলাকার মাষ্টার বাড়ীর ভাড়াটিয়া, মোগলাবাজার থানার শিববাড়ী, পৈত্যপাড়া গ্রামের মৃত ব্রজেন্দ্র মালাকারের ছেলে রিপন মালাকার (২৯), দক্ষিণ সুরমা থানার মোমিনখলা এলাকার শাহেদ মিয়ার বাসার ভাড়াটিয়া, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার মুর্শিদজাম গ্রামের দুলাল মিয়ার ছেলে জামাল মিয়া (৩০) ও মৃত মজম্মিল মিয়ার ছেলে জগলু আহমদ জুয়েল (৩২), দক্ষিণ সুরমা থানার মোমিনখলা এলাকার আশিক মিয়ার বাসার ভাড়াটিয়া।

দক্ষিণ সুরমা থানার মোমিনখলা মসজিদের পিছনের বাড়ীর নুর হোসেনের ছেলে রুবেল আহমদ (২৪), ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার রসুলপুর গ্রামের চান মিয়ার ছেলে শাহজাহান মিয়া (২৮), দক্ষিণ সুরমা থানার মোমিনখলা এলাকার আলকাছ মিয়ার বাসার ভাড়াটিয়া। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মঙ্গলপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে মিসবাউর রহমান (৩০), দক্ষিণ সুরমা থানার মোমিনখলা এলাকার সুমন মিয়ার বাসার ভাড়াটিয়া। দক্ষিণ সুরমা থানার মোমিনখলা এলাকার মৃত শায়েক আহমদের ছেলে লিমন আহমদ (২৬)।

অভিযান উপস্থিত ছিলেন- এএসআই (নি.) মো. মোখলেছুর রহমান, এএসআই মো. শামীম, এএসআই আপন মিয়া, কনেস্টেবল আবুল কালাম, নাহিদ, জিয়া, শফিক মিয়া।

এসময় আসামীদের কাছ থেকে ১টি টেলিভিশন, নগদ ৬ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় জুয়া আইনে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১। বিষয়টি নিশ্চিত করেন সিলেট এসএমপি’র দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!