সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীর মাগফেরাত কামনায় বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) বাদ মাগরিব জনকল্যাণ বাজার সংলগ্ন পুর্ব কলুমা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পূর্ব কলুমা জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা সুলেমান আহমদ।
মাহফিলে দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এমএ মালেক, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান পংকি, বালাগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো. তেরা মিয়া, ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জমির উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো, চুনু মিয়া, মো. লাল মিয়া, অলিউর রহমান, সুহেল বারীূ, আমির মোহাম্মদ শুভ (ডিডরাইটার), শাহীন আহমদ, জাবেল আহমদ, মছব্বির আলী, দিলদার আলী, মো. ইনুছ মিয়া, মো. কমর উদ্দিন, আনোয়ার আলী, জুবেল আহমদ, কৃষকলীগ নেতা আছাব আলী, সৈদুর রহমান, আব্দুল হান্নান, জলিল মিয়া, খসরু মিয়া, তজমুল আলী, দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সালেহ্ আহমদ, ছাত্রলীগ নেতা মোহন মিয়া, মস্তাকুর রহমান মুন্নাসহ জনকল্যাণ বাজারের ব্যবসায়ী ও মুসল্লিগন শরিক হন।
উল্লেখ্য, এমপি সামাদ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১১ মার্চ বিকেল পৌনে ৩টায় রাজধানীর ইউনাইটেট হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।