রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে ‘জামেয়া ইসলামিয়া শাহাপুর’ মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠিত



বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে ‘জামেয়া ইসলামিয়া শাহাপুর’র নামে একটি নতুন মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। প্রায় ১৮লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার কার্যক্রম চালু করা হয়েছে। শুক্রবার (১৯ মে) বিকালে এ উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে গত ২০২২ সালের ১৫এপ্রিল আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার ভিত্তিস্থাপন করেন শাহাপুর জামে মসজিদের মোতাওয়াল্লি, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী হাবিবুর রহমান রুকন।

এদিকে শুক্রবার (১৯ মে) অনুষ্ঠিত মাদ্রাসার উদ্বোধনী ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট নূরানী তা’লিমুল কুরআন বোর্ড’র চেয়ারম্যান হাফিজ মাওলানা বশির আহমদ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক ও শাহাপুর জামে মসজিদের ইমাম মাওলানা হাতিম আল ফেরদৌসী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মাওলানা ফজলুর রহমান, মাওলানা যাকওয়ানুল হক চৌধুরী, মাওলানা আব্দুল জলিল, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আশিকুর রহমান আশিক, শাহাপুর প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজমল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. এনাম উদ্দিন, সমাজকর্মী গোলাম সাহেদ চৌধুরী, গোলাম মোস্তফা মোজাহিদ, আতিকুর রহমান জুনেদ, ছুরফান আলী, তাজুয়ার আহমদ তানিম, সাইফুল ইসলাম প্রমুখ

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!