শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বরেণ্য আলেম আল্লামা মুহিব্বুল হকের দাফন সম্পন্ন: জানাজায় লাখো মানুষের ঢল



জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ হজরত শাহজালাল (রহ.) মাদরাসা সিলেটের মুহতামিম, বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি ও আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরেণ্য আলেম আল্লামা মুহিব্বুল হকের (গাছবাড়ি) দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৮মে) দুপুর আড়াইটায় লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিকেলে হজরত শাহজালাল (রাহ.) মাজার কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায়ইমামতি করেন মরহুমের বড় ছেলে দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক জুনাইদ।

সিলেটের সর্ববৃহৎ শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ জানাজায় লাখো মানুষের ঢল নামায় আশপাশের রাস্তাগুলো বন্ধ করে নামাজ আদায় করেন মানুষ।জানাজায় শরিক হতে নগরীর প্রতিটি মাদ্রাসার ছাত্র-শিক্ষক ছাড়াও মুসল্লিরা বেলা ১১টার পর থেকে শাহী ঈদগাহে গিয়ে জমায়েত হন। নগরীর বাইরে থেকেও প্রচুর মানুষ জানাজায় আসেন।

বুধবার (১৭ মে) মাগরিবের নামাজের পর তিনি দরগাহ মাদরাসায় তার নিজ বিশ্রামকক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৭৮ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে ও ছাত্র-শিক্ষক-মুরিদানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে মুফতি মুহিব্বুল হকের (গাছবাড়ি) জানাজার পূর্বে বিভিন্ন পর্যায়ে শিক্ষক, আলেম, রাজনীতিক ও মরহুমের স্বজনসহ অনেকেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মরহুমের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন – আযাদ দ্বীনি এদারা ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা জিয়া উদ্দিন, শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহুদ্দিন সিরাজ, এদারা বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বছির, দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আতাউল হক জালালাবাদি, দরগাহপুর মাদ্রাসার মুহতামিম আল্লাামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, কানাইঘাট মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আলিম উদ্দিন দুর্লভপুরী, সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, জামেয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, জামেয়া দারুল কোরআন সিলেটের প্রিন্সিপাল সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জী, ধনুকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমদ খান, মরহুমের দ্বিতীয় ছেলে মাওলানা জাবেদ প্রমুখ।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!