শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জের ইউপি চেয়ারম্যান এমরানকে স্বরাষ্ট্র মন্ত্রীর সহকারী পরিচয়ে হুমকি, থানায় ডায়েরি 



ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এমরান উদ্দিন অভিযোগ করেন-তিনি চেয়ারম্যান থাকাকালীন বিভিন্ন জায়গায় শালিসি বৈঠক, ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম সহ উন্নয়নমুখী অনেক কর্মকাণ্ড করতে গিয়ে ন্যায়ের পক্ষে কথা বলেন। সে কারনে তার বিভিন্ন জায়গায় শত্রু সৃষ্টি হয়। যে কারণে প্রতিনিয়ত তিনি বিভিন্ন হুমকি ধমকির শিকার হন।

কিন্তু গত ১৫ ই মার্চ তাকে অজ্ঞাত একটি নাম্বার থেকে ফোন করে স্বরাষ্ট্র মন্ত্রীর পিএস দাবি করে তাকে হুমকি প্রদান করা হয় এবং তার চেয়ারম্যান পদ বহিস্কৃত করার দাবি করা হয়। চেয়ারম্যান পদ টিকিয়ে রাখতে চেয়ারম্যান এমরান উদ্দিনের নিকট ঐ ব্যক্তি টাকা দাবি করেন। টাকা দিতে অসম্মতি জানালে এমরান উদ্দিনকে উল্লেখিত ব্যক্তি অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

এ ঘটনার পর চেয়ারম্যান এমরান উদ্দিন ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যাতে তিনি উল্লেখিত ঘটনা উল্লেখ করেন। হুমকি দেওয়া ফোন নাম্বার হল- ০১৩২০৭৯৮৪০৭, ০১৮৮৩৮৭৫১৫৩। সাধারণ ডায়েরি নাম্বার- ৮৩১ / ১৯,৩,২০২১।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!