বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন আহমদ সিরাজের মাতা সমতেরা বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুবলীগের কার্য নির্বাহী সদস্য, সাবেক সহকারী এটর্ণি জেনারেল ও সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট আব্দুর রকিব মণ্টু।
তিনি এক বিবৃতিতে এডভোকেট মিসবাহ উদ্দিন আহমদ সিরাজের মায়ের রুহের মাগফেরাত কামনা করেন প্রয়াতের শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের মাতা সমতেরা বিবি গত মঙ্গলবার (২৩ মার্চ) বিকালে পৌনে ৩টায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০বছর।