শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমা থেকে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার



দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীর নাম চন্দন দেব (৪৮)। সে বিশ্বনাথ থানার ইশবপুর গ্রামের মৃত সুদিপ দেবের ছেলে।বর্তমানে সে মোগলাবাজার থানার সিলাম ডালিপাড়া গ্রামের  চকেরবাজার রোডের সাবিনা কলোনীর বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়- গত সোমবার  রাত ১০টায়  দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এএসআই (নিঃ) / মো: মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স  লাউয়াই বঙ্গবীর রোডের যুব উন্নয়ন এর গেইটের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করে ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম। তিনি বলেন- আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!