রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল



ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার পূর্বনির্ধারিত ভারত সফর বাতিল করেছেন। গার্ডিয়ান জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে বলেছে- ‘বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির আলোকে’ প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী সপ্তাহে তার নির্ধারিত ভারত সফর বাতিল করেছেন।

বিবিসি জানিয়েছে, মাসের শেষে এই সফরের পরিবর্তে দুই প্রধানমন্ত্রী (বরিস ও নরেন্দ্র মোদি) ফোনে কথা বলে নেবেন। আর এই বছরের শেষের দিকে তারা সরাসরি সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, ভারতজুড়ে করোনা পরিস্থিতি চরম খারাপ রূপ ধারণ করার মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিসের ভারত সফরকে ঘিরে বৃটেনে নানা সমালোচনা হচ্ছিল। এই সফরটি জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও যুক্তরাজ্য জুড়ে জাতীয়ভাবে লকডাউন চলায় তা বাতিল হয়ে যায়। আর এখন করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর রোজ দেশটিতে লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন, মারাও যাচ্ছেন রেকর্ডসংখ্যক হাজার হাজার মানুষ।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!