সিলেটে লেগুনার সাথে সংঘর্ষে গহরপুরের এক অটোরিক্সা (সিএনজি) চালক গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার (২৩ মার্চ) সিলেটের মেজরটিলা পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অটোরিক্সা (সিএনজি) চালক শাহাব উদ্দিন অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (৫০৭/৯৭) গহরপুর শাখার সদস্য এবং বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের কালিমাঞ্জি গ্রামের বাসিন্দা।
আহত শাহাব উদ্দিনের ছোট ভাই আলাউদ্দিন জানিয়েছেন, গত মঙ্গলবার (২৩ মার্চ) মেজরটিলা পয়েন্টে একটি লেগুনা (নং- ১১-১৩৭০) শাহাব উদ্দিনের অটোরিক্সাকে (নং- ১১-৬৯৭৩) ধাক্কা দেয়। এতে শাহাব উদ্দিন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা গ্রহণের পর গত বুধবার (২৪ মার্চ) হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। দুর্ঘটনায় শাহাব উদ্দিনের গলায় রক্তাক্ত জখম হয়। তার হাতের আঙ্গুল ভেঙ্গে গেছে।