বালাগঞ্জের সমাজ উন্নয়নমূলক সংগঠন আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৮মে) বিকালে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোরারবাজারস্থ নেহার কমিউনিটি সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়। আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সৌদি আবরস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী আব্দুল আজিজ মাসুকের অর্থায়নে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহাদ্দিছ মাওলানা আব্দুর রহমান কলুমা। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সদস্য এনায়েতুর রহমান রাজু।
সমাজকর্মী মুহাম্মদ মুজিবুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দুদু মিয়া, যুক্তরাজ্যস্থ গহরপুর এসোসিয়েশনের সভাপতি মো. আবুল মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আশরাফ আলী খান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, বিশিষ্ট সমাজকর্মী মো. বাবরু মিয়া, আব্দুল আহাদ, সাংবাদিক এমএ কাদির, শিক্ষক ইব্রাহিম ফরহাদ, নাজিমুল মুত্তাকিন খান, রিপন মিয়া, আব্দুল আলিম, শামীম আহমদ প্রমুখ।