রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি উদ্যোগে বালাগঞ্জে এতিম শিশুদের খাদ্যসামগ্রী প্রদান



জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এতিম শিশুদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৫ এপ্রিল) দুপুরে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসায় অধ্যয়নরত এতিম শিশুদের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম শাহরিয়ার, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার শিক্ষাসচিব আনোয়ার হোসেন শরীয়তপুরী, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাজী এমএ মালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মইনুল ইসলাম সালেহ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নানু মিয়া, উপজেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ রহমান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!