‘হৃদয়ে ফেঞ্চুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন গ্রুপ’র প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক সেলিম আহমদের মরহুম পিতার নামে প্রতিষ্ঠিত হাজী মোঃ ছালিক মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আজ দুপুর দুই ঘটিকায় ফেঞ্চুগঞ্জে ঘিলাছড়ার কেন্দ্রীয় জামে মসজিদে ঘিলাছড়া ইউনিয়নের ৫০ জন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও কুরআনে হাফেজদের মধ্যে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিল্পপতি আলহাজ্ব আলী হাসান শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, এখলাসুর রহমান সাবেক ম্যানেজার এক্সিম ব্যাংক।
মাওলানা আব্দুস সাত্তার জালালি’র সভাপতিত্বে এবং হলি ফ্লাওয়ার স্কুলের শিক্ষক ও হাজি মোহাম্মদ ছালিক মিয়া স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপক শামীম আহমদ ও ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইয়াসিমুল হাসান এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- সিলেট টু লন্ডন পেইজের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ও নবপ্রাণ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা শাহরিয়া নাজিম, ঘিলাছড়া জামেয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আজিম উদ্দিন, লতিফিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার সুপার মাওঃ আবুল বাশার, মাওঃ আব্দুল খালিক, মাওঃ আবুল কাশেম।
উক্ত অনুষ্ঠানে সর্বশেষে মরহুম হাজী মোঃ ছালিক মিয়া’র মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সত্তার জালালী।