বালাগঞ্জে চলমান করোনাভাইরাস পরিস্তিতে এলাকার খেটে-খাওয়া অধিকাংশ মানুষ এখন বিপাকে রয়েছেন। অসহায় এসব মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবী হাজী আখতার আলী ও তাঁহার পুত্র জাহেদ আহমদ এবং মাহবুব আহমদের উদ্যোগে অসহায়-দুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪মে) দুপুরে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওর খাল গ্রামে তাদের নিজবাড়ীতে এলাকার ৯৮টি পরিবারকে নগদ ১হাজার করে মোট ৯৮ হাজার টাকা প্রদান করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী হাজী আখতার আলীর ভাই হাফিজ উস্তার আলীর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠিত এ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – অর্থদাতা পরিবারের সদস্য হাজী মো. হারিছ আলী, হাজী মো. আতিকুল ইসলাম আতিক, মিফতাহুল হুদা রাসেল, জাবের আহমদ, জুবের আহমদ, সাব্বির আহমদ, সাইদ আহমদ, প্রবীণ মুরব্বি শাহ মোঃ আব্দুস ছত্তার, আব্দুর রহমান, আব্দুল কাদির, করিম উল্লাহ ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এসএম হেলাল।
বর্তমান সংকটকালীন এ সময়ে নগদ অর্থ হাতে পেয়ে উপকারভোগীরা দাতাদের প্রতি কৃজ্ঞতা জানিয়েছেন।