ছাত্র জমিয়ত বাংলাদেশ বালাগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ১২ জুলাই (বৃহস্পতিবার) বিকালে বালাগঞ্জের আজিজপুর বাজারস্থ হেনা কমিউনিটি সেন্টারে সদ্য বিলুপ্ত উপজেলা কমিটির সভাপতি মাওলানা খালেদ আহমদের সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাওলানা আল আমিনের পরিচালনায় অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুস সালাম, কেন্দ্রীয় সদস্য সচিব, এম বেলাল আহমদ। সিলেট যুব জমিয়তের সহ সভাপতি মাওলানা আহমদ সগীর, সদস্য সচিব মাওলানা আব্দুল হক মওদুদ, জেলা ছাত্র জমিয়তের আহবায়ক কায়সান মাহমুদ আকবরী ও আব্দুল হাই প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ক্বারী মাওলানা আল আমিনকে সভাপতি, মো. জুবায়ের আহমদকে সাধারণ সম্পাদক ও মো. আশরাফ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ছাত্র জমিয়ত বাংলাদেশ বালাগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন করা হয়।