শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে ২শ পরিবারকে মাহি গ্রুপের খাদ্য, বস্ত্র বিতরণ



বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক, সাবেক সহকারী এটর্ণি জেনারেল, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, করোনাভাইরাসজনিত বিশ্বমহামারীর এ দুর্যোগ মোকাবেলায় সমাজের বিত্তবান সকলকে সাধ্যানুযায়ী কর্মহীন, সুবিধাবঞ্চিত, অসহায়দের পাশে দাঁড়াতে হবে। এই দুর্যোগময় সময়ে যারা নানাভাবে ক্ষয়ক্ষতির শিকার তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া আমাদের বিত্তবান সকলের কর্তব্য। তিনি মঙ্গলবার (০৪ মে) দুপুরে ফেঞ্চুগঞ্জে মাহি গ্রুপ অব ইণ্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে ২শটি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী এবং শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেছেন।

উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের দিনপুর আটঘর গ্রামে করোনাভাইরাসজনিত কারণে কর্মহীন, অস্বচ্ছল পরিবারদের মধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষে এসব খাদ্যসামগ্রী এবং শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহি গ্রুপ অব ইণ্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – প্রবীণ মুরুব্বি হাজী তেরা মিয়া, সমাজকর্মী ফরহাদুল ইসলাম জুমান, আজাদ মিয়া, আব্দুল করিম, আব্দুল আহাদ, খিজির মিয়া, ধন মিয়া, আব্দুর রহিম, সমাই মিয়া, আইয়ুব আলী, অন-লাইন পত্রিকা আয়না নিউজের সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!