ওসমানীনগরে স্মাইল চ্যারিটির মাসব্যাপী ইফতারি বিতরণ কার্যক্রমের শেষ পর্যায়ে চ্যারিটির সকল কর্মকর্তাদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মে) উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারে প্রতিদিনের ন্যায় ইফতার বিতরণ করে সংস্থার অস্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। চ্যারিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক দিলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সাচিব নজরুল ইসলাম এর উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন চ্যারিটির অন্যতম উপদেষ্টা ও মোবারক পুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল লেইছ, সাংবাদিক মোঃ মুহিব হাসান, ফয়ছল আহমদ, ফজলু মিয়া, সাদিপুর ইউপির সাবেক সদস্য ডিড রাইটার নুরুল ইসলাম, চ্যারিটির যুগ্ম আহবায়ক ও কলারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শাইখুল ইসলাম শায়েখ, যুব সংগঠক নজরুল ইসলাম, নুরুল ইসলাম, ব্যবসায়ী সৈয়দ আলী, মুর্শেদ আহমদ চৌধুরী, আব্দুল মুমিন শাওন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ব্যবসায়ী হাফেজ আফজাল হোসাইন।
উল্লেখ্য, স্মাইল চ্যারিটি প্রতিষ্টার পর থেকে ওসমানীনগরে গত দুই বছর ধরে রমজান মাসে পথ শিশু, অসহায় ছিন্নমূল মানুষ, মুসাফিরদের মাঝে প্রতিদিন শতাধিক প্যাকেট ইফতারি বিতরণ করেছে। তাছাড়া গত বছরব্যাপী প্রতি শুক্রবারে ভাসমান মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেছে এবং করোনাকালিন সময়ে লকডাউনে ঘরবন্ধী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। (বিজ্ঞপ্তি)