রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বিবাহ বন্ধনে আবদ্ধ বৃটিশ প্রধানমন্ত্রী



ছবি: সংগ্রহ

অবশেষে ‘গোপনেই’ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার পার্টনার ক্যারি সায়মন্ডস। গত শনিবার ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রালে তাদের এই বিয়ে সম্পন্ন হয়েছে বলে খবর দিয়েছে অনলাইন বিবিসি ও সিএনএন। উভয় সংবাদ মাধ্যমই একে ‘সিক্রেট ওয়েডিং’ বা গোপনে বিয়ে বলে আখ্যায়িত করেছে। বলা হয়েছে, এতে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধব ও পরিবারের সদস্য। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ডাউনিং স্ট্রিট। বিয়ের খবরে প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার সদ্য বিবাহিতা স্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ওয়ার্ক অ্যান্ড পেনশন্স বিষয়ক মন্ত্রী তেরেস কফি। তিনি টুইটে লিখেছেন- আজ (শনিবার) বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বরিস জনসন ও ক্যারি সায়মন্ডস আপনাদের অভিনন্দন। উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার আরলেন ফস্টারও তাদেরকে টুইটারে ‘হিউজ কংগ্রাচুলেশন’ জানিয়েছেন।

ডেইলি মেইলের রিপোর্টে বলা হয়েছে, সংক্ষিপ্ত সময়ের নোটিশে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ৩০ জন অতিথি। ইংল্যান্ডে করোনা ভাইরাস সংক্রমণের বিধিনিষেধের অধীনে সর্বোচ্চ যে পরিমাণ মানুষ একত্রিত হতে পারেন তার বেশি সেখানে উপস্থিত হননি। ক্যাথোলিক এই বিয়ের অনুষ্ঠান আয়োজনে প্রস্তুত ছিলেন চার্চের স্বল্প সংখ্যক কর্মকর্তা। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করান ফাদার ডানিয়েল হামফ্রেস। ওদিকে দ্য সান পত্রিকা বলছে, এই বিয়ের বিষয়ে ডাউনিং স্ট্রিটের সিনিয়র কর্মকর্তারা কিছু জানেন না। তবে বৃটিশ সময় অনুযায়ী রাত ১১টা ৩০ মিনিটে ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রাল থেকে লোকজনকে সরে যাওয়ার নোটিশ দেয়া হয়। এর প্রায় আধা ঘন্টা পরে সাদা পোশাকে অনুষ্ঠানে উপস্থিত হন মিস ক্যারি সায়মন্ডস। শনিবার রাতেই ১০ ডাউনিং স্ট্রিট থেকে মিউজিশিয়ানদের বেরিয়ে যেতে দেখা যায়। নব দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন এমপি ও শিশু বিষয়ক মন্ত্রী ভিকি ফোর্ড। তিনি টুইটারে লিখেছেন, করোনা ভাইরাসের কারণে বহু বিবাহ বিলম্বিত ও বিঘ্নিত হয়েছে। সব সময়ই ভালবাসাময় জীবন ভাল। আপনাদের অনেক অনেক অভিনন্দন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!