আসন্ন সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র মহাসচিব, প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসক (প্রকৃচি) কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে সৌজন্য সাক্ষাৎ, গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।
সিলেট-৩ আসনের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে এসব উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ, গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচির আওতায় তিনি গত সোমবার (৩১ মে) দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ ও মতবিনিমিয় করেন।
সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব খোকা খান, বর্তমান সাধারণ সম্পাদক মুহিদ হোসেন, সহ-সভাপতি সৈয়দ মুক্তার আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেরাগ আলী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ নেতা তোয়াজিদুল হক তুহিন, ছুফি মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেওয়ার মিয়া, তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন খান, আওয়ামী লীগ নেতা সাইম উল্লাহ, মো. আব্দুল আউয়াল, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, লালাবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম আহমদ, উপজেলা যুবলীগ নেতা সালেক আহমদ, সুয়েব আহমদ, আরশ আলী, ছুফি আহমদ, মিয়াদ আহমদ, আব্দুল আহাদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমদ জিকু প্রমুখ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের হুমায়ুন রশীদ চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, আমেরিকা প্রবাসী ডা. জুয়েল আহমদ প্রমুখ নেতৃবৃন্দ ডা. ইহতেশামুল হক দুলাল চৌধুরীর সাথে ছিলেন।