শনিবার, ৮ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আক্তার শিমু ভবিষ্যতে শিক্ষক হতে চায়



পিতা ও দাদার সাথে মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আক্তার শিমু।

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মাদ্রাসা বাজারের ব্যবসায়ী, শিওর খাল গ্রামের মো. আব্দুস শহীদের মেয়ে সুমাইয়া আক্তার শিমু ভবিষ্যতে শিক্ষক হতে চায়। মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আক্তার শিমু ঐহিহ্যবাহী শিওর খাল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে। এ ছাড়া সে প্রথম শ্রেণি থেকেই নিয়মিতভাবে বেশভালো ফলাফল করে আসছে।

তার বাবা আব্দুস শহীদ জানান, তার তিন সন্তানের মধ্যে সুমাইয়া আক্তার শিমু সবার বড়। সে নিয়মিত লেখাপড়ার মাধ্যমে এবং স্কুলের শিক্ষকদের যথাযথ সহযোগিতায় এ সাফল্য অর্জন করেছে। সে ভবিষ্যতে একজন শিক্ষক হতে চায়। এ জন্য তিনি সকলের দোয়া চেয়েছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!