সিলেট ৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান হাবিব প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের সহধর্মিনী ফারজানা সামাদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
রোববার (১৩ জুন) তিনি ফারজানা সামাদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করে কুশলাদি বিনিময় করেন।
এসময় তিনি নির্বাচনে সহযোগীতা কামনা করে বলেন- এমপি কয়েস ছিলেন উন্নয়ন প্রিয় মানুষ। তাঁর দূরদর্শী বিচক্ষনতায় সিলেট ৩ আসনে উন্নয়ন হয়েছে। সু:খে দু:খে কয়েস পরিবারের পাশে থাকবেন বলে জানান নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
এরআগে ওই দিন দুপুরে হাবিবুর রহমান হাবিব দলীয় মনোনয়ন দেওয়ায় কৃতজ্ঞতা জানাতে ঢাকায় দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন।