শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আমার নির্বাচনী এলাকা সন্ত্রাস ও মাদক মুক্ত হিসেবে গড়ে তুলতে চাই : হাবিব



সিলেট ৩ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, আমি কাজের মানুষ কাজের মাধ্যমে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরন করতে চাই। প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করে নির্বাচনী এলাকাকে সন্ত্রাস ও মাদক মুক্ত হিসেবে গড়ে তুলতে চাই। আপনার ও আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করুন। আমি সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাবো- ইনশাআল্লাহ্।

সোমবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন আওয়ামিলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ২৮জুলাই উপনির্বাচনে নৌকাকে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান হাবিবুর রহমান হাবিব।

এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক মল্লিক’র সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়েছ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, জেলা আওয়ামীলীগের সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, জেলা আওয়ামীলীগের সদস্য শহিদুর রহমান শাহিন, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রান ও সমাজ কল্যান সম্পাদক কফিল আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হসেন, আওয়ামীলীগ নেতা তপন চন্দ্র পাল, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা সালেহ আহমদ শাহিন, যুবলীগ নেতা শুয়েব আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া -উল হক, জেলা তাঁতী লীগ নেতা আলী আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, সাধারন সম্পাদক আতাউর রহমান সানী, সহ-সভাপতি মীর মতিউর রহমান, আলী হোসেন ঈমানী, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জালালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাওহীদুল হাসান হিবলু, সাধারণ সম্পাদক শরিফ আহমদ রাজা, সহ-সভাপতি সাইফুল ইসলাম, মুশতাক আহমদ, তুহিন আহমদ- প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!