রবিবার, ১০ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

জন্মদিনে নেতা-কর্মীর ভালোবাসায় সিক্ত আনোয়ারুজ্জামান চৌধুরী



কিছু কিছু মানুষ আছেন, যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করার জন্য। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে। পঙ্কিলতা যাদেরকে কখনো স্পর্শ করেনা। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি – ঠিক সেরকম একজন মানুষ আনোয়ারুজ্জামান চৌধুরী ।

জন্মদিনে ছাত্রলীগ যুবলীগের সহযোদ্ধা নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় ও ভালোবাসায় সিক্ত হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু-কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত-আস্থাভাজন এই নেতা।

জন্মদিন উপলক্ষে গত শুক্রবার লন্ডন মহানগর যুবলীগের উদ্যোগে রাতে পূর্ব লন্ডনের তসলা রেস্টুরেন্টে নেতাকর্মীরা তাঁকে ফুলের শুভেচ্ছা জানান ও কেক কেটে জন্মদিন পালন করেন।

এসময়ে জন্মদিনের কেক কাটা ও সেহরী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম জিতু, যুগ্ম সম্পাদক জামাল খান, দিলওয়ার হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক দিলাল আহমদ, মাহমুদ আলী, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ, সাধারণ সম্পাদক ফয়ছল হোসেন সুমন, যুক্তরাজ্য যুবলীগের প্রচার সম্পাদক আয়াস আহমদ, প্রবাস সম্পাদক কবিরুল ইসলাম, লন্ডন মহানগর যুবলীগের সহসভাপতি জুবায়ের আহমদ সেলিম , শাহ মিনার , সাইদুল আলম, যুগ্ম সম্পাদক রাসেল আহমদ জুয়েল, রুহেল আহমদ, এনাম হোসেন সাংগঠনিক সম্পাদক শিমুল চৌধুরী , খালেদ আহমদ সাহিন , আরিফ আহমদ , সাদেক আহমদ , খালেদ আহমদ জয় । ধর্ম সম্পাদক মিসবাহুর রহমান দুলন সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান রুবেল, প্রচার সম্পাদক আনোয়ার খান , সাউথ লন্ডন যুবলীগের সভাপতি মুজাহিদ আহমদ লিটন , মাসুম রশীদ নর্থ লন্ডন যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ নাসার, রুহুল আমিন, ইষ্ট লন্ডন যুবলীগ সহ-সভাপতি নাহিদ জায়গীরদার , আবু বক্কর ,জাকির আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব ভুইয়া, যুগ্ম সম্পাদক ফখরুল কামাল জুয়েল , সুমন আহমদ , ফয়েজ আলী প্রমুখ। উপস্থিত নেতা কর্মীরা তাদের বক্তব্যে প্রিয় নেতার জীবনের উত্তরোত্তর সাফল্য এবং মহান আল্লাহ্ তায়ালার নিকট তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ।

উল্লেখ্য, আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট জেলার ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম তিলাপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭০ সালের ১লা মে জন্ম গ্রহণ করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!