এমপি সামাদ চৌধুরী ১৫ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে আসন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দলীয় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুরের সমর্থনে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন।
বালাগঞ্জ উপজেলা সদরস্থ এমএ খান অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তাকুর রহমান মফুর। বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী প্রমুখ। সভায় উপজেলা আওয়ামী লীগ, উপজেলার ৬টি ইউনিয়নের আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতি ছিলেন।