শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ফেঞ্চুগঞ্জে বিশিষ্ট ব্যক্তিদের সাথে হাবিবুর রহমান হাবিবের সৌজন্য সাক্ষাৎ



সিলেট- ৩ আসনে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব শুক্রবার (২ জুলাই) দিনব্যাপী ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ও ঘিলাছড়া ইউনিয়নে মাজার জিয়ারত ও বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং অসুস্থ ব্যাক্তিবর্গকে দেখতে যান।

এছাড়া ওইদিন হাবিবুর রহমান হাবিব রাজনপুর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। এরপর তিনি হযরত ইসহাক আলী শাহ্ (রঃ)ও হযরত শাহ্ সৈয়দ আলী (রঃ), হযরত গোলাপ শাহ্ (র.) মাজার জিয়ারত করেন। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসুস্থ শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অসুস্থ ডাঃ ফখরুল ইসলামকে দেখতে তাদের বাড়িতে যান এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আপ্তাব আলী, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ও ব্যাবসায়ী সালেহ আহমদ চৌধুরীর বাড়ীতে গিয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবউদ্দিন বাদল, শাহ্ মুজিবুর রহমান জকন, ঘিলাছড়া ইউনিয়ন পৃরিষদের চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, আওয়ামী লীগ নেতা আশফাকুল ইসলাম সাব্বির, উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, মঈনুল ইসলাম, আনোয়ার আলী মাষ্টার, শামসুদ্দিন, আলো চৌধুরী, আব্দুল মছব্বির মেম্বার, কছর আহমদ মেম্বার, কবির আহমদ মেম্বার, বুরহান উদ্দিন সিন্দু মেম্বার, সফিক মিয়া মেম্বার, রাসেল মেম্বার, মতিউর রহমান মতিক, দিলাল আহমদ, ছাত্রলীগ নেতা- জুনেদ আহমদ, বদরুল আলম তুহিন, আতাউর রহমান সানী, আরিফ আহমদ, সোহেল আহমদ, রানা আহমদ দিপু, মনিউল আলম মুন্না, মুহিত হোসেন শাহ্, রেজান আহমদ শাহ্- প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন