শনিবার, ৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ায় হাবিবুর রহমান হাবিবের সমর্থনে উঠান বৈঠক



সিলেট ৩ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থনে শনিবার (১৭ জুলাই) রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর আহমদের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত উঠান বৈঠকে শেখ রাসেল পরিষদের ঘিলাছড়া ইউনিয়নের সহ সভাপতি নাসিম আহমদের পরিচালনায় এবং মুরব্বি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য হাজী লেইছ চৌধুরী।

উঠান বৈঠকে বক্তব্য রাখেন- ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিক উদ্দিন খান, সাবেক ছাত্র নেতা এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ার হোসেন রয়ন, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং ইউপি সদস্য কয়ছর আহমদ, সমাজসেবক এবং শিক্ষক আমিন ইকবাল, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ শ্রমিকলীগের সহ সভাপতি দুলাল মিয়া, ৩ নং ঘিলাছড়া ইউনিয়নের শেখ রাসেল পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ রাজন, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব সিলেট জেলার সহ-সভাপতি সাংবাদিক এমরান আহমদ, ছাত্রনেতা রাজু আহমদ, তরুন সমাজসেবক পাবেল আহমদ।

সাবেক ছাত্রলীগ নেতা এনু মিয়া, হাছান আহমদ, যুবলীগ নেতা মুক্তার আল মামুন, কাশেম আহমদ খান, মাসুদ আহমদ, ইসমাইল আলী, মতিন মিয়া, সিরাজ মিয়া, ছমরু মিয়া, পারভেজ আলী, ফারুক মিয়া, মশাহিদ আলী, রফিক আহমদ, মিলন মিয়া, মাসুক মিয়া, খুকন মিয়া, আব্বাস আলী, সহ আরও অনেক।

উঠান বৈঠকে বক্তারা বলেন- সবাই মিলে ভোটকেন্দ্রে যাবেন। আনন্দ উৎসবের মধ্যে নৌকায় ভোট দিয়ে প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর অসমাপ্ত কাজ সমাপ্ত করার এবং আরও উন্নয়ন করার সহযোগিতা করবেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!