সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ তথা নৌকার মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থনে বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের বরকতপুর গ্রামে আওয়ামী লীগ নেতা হাজী মুহাম্মদ আলী গুলশের এর বাড়ীতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭জুলাই) রাতে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব এমএ মালেক। বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালানা কমিটির আহবায়ক ও সাবেক ইউপি সদস্য নেছাওর আলী এবং পরিচালনা করেন সদস্য সচিব হাজী মুহাম্মদ আলী গুলশের।
বিশেষ অতিথি হিসেবে বৈঠকে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ইউনিয়র আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. দিলু মিয়া বিএ, উপজেলা আওয়ামী লীগের তথ্য
ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান পংকি, উপজেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক ময়নুল ইসলাম ছালেহ, আওয়ামী লীগ নেতা শাহ আব্দুস
ছত্তার, আব্দুস শাহাদাত রুকন, আইয়ব আলী মেম্বার,আলীওর খান, সুহেল বারী, দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়সুল আলম কয়েছ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. এমরুল হক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি সালেহ আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান মাছুম, যুগ্ন-সম্পাদক জুনেল বারী, দপ্তর সম্পাদক ফয়েজ আলম রাব্বীসহ
এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে এর ধারবাহিকতা রক্ষায় পুনরায় নৌকায় ভোট চান।