দক্ষিন সুরমার মোগলাবাজারে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার সকাল ১১ টায় থানার আলমদীন গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন- একই গ্রামের প্রতিবন্ধী হামিদুল ইসলাম রেজওয়ান (৩৫), রেজওয়ানের স্ত্রী লিপি বেগম (২২), রেজওয়ানের বোন জেসমিন বেগম (৩২) এবং রেজওয়ানের ১১ দিনের এক শিশু।
আহতদের প্রথমে দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় আহত প্রতিবন্ধী রেজওয়ানের বোন নাজমিন বেগম শুক্রবার বিকেলে ৮ জনকে এজাহারভুক্ত করে ১১ জনের বিরুদ্ধে মোগলাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- একই আলমদীন গ্রামের আবুল কালাম সুবল, আব্দুল আলিম, শামীম, জিলু মিয়া, মালাই, জুনেদ, ওলি মিয়া, জহির আলীসহ অজ্ঞাতনামা আরো ৩ জন।




