সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব তথা নৌকার সমর্থনে বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের কলুমা গ্রামে নৌকার সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুলাই) রাতে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের বাড়ীতে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয় আওয়ামী লীগ নেতা ইলিয়াস মিয়া এবং পরিচালনা করেন যুবলীগ নেতা শাহীন আহমদ।
উঠান বৈঠকে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো. মুজিবুর রহমান মুজিব, উপজেলা আওয়ামীলীগ সদস্য ও উপজেলা যুলীগের যুগ্নআহবায়ক ময়নুল ইসলাম ছালেহ, আওয়ামী লীগ নেতা শেখ আবরু মিয়া, উপজেলা কৃষক লীগের যুগ্নআহবায়ক হাজী সাইস্থা মিয়া, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জমির উদ্দিন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিন মিয়া, সাধারণ সম্পাদক মো. তুরণ মিয়া, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম ইনর, আওয়ামী লীগ নেতা ইউনুস মিয়া, আব্দুস শহিদ, কমর উদ্দিন, ইরা মিয়া, লুকমান মিয়া, আতিক মিয়া, যুবলীগ নেতা ও যুবলীগের জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের আহবায়ক সেবুল মিয়া, কুবেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের আহবায়ক শিহাবুল হক শিহাব, যুবলীগ নেতা সাইফুল ইসলাম লয়লু, আলী আহমদ, আব্দুল কামিল, চুনু মিয়া, জুবায়ের আহমদ, সানুর আহমদ, শাহাব উদ্দিন, নোমান আহমদ, শাহরিয়ার কবির পামেল, আব্দুল মুমিন, সুলেমান আহমদ, ছাত্রলীগ নেতা মেরাজ আহমদ, জেবলু আহমদ, মিনহাজ আহমদ, নাজিম আহমদ, এমদাদ আহমদ, ইমতিয়াজ রহমান মাহি, শেখ আবু নাঈম. শাকিল আহমদ, শাহনাজ আহমদ প্রমুখ।
উক্ত উঠান বৈঠকে এলাকার উন্নয়নে গুরুত্বপুর্ণ অবদান রাখার জন্য প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে আবারও নৌকায় ভোট চান। বৈঠকে শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত শাহ সুলতান (রহ.) মাদ্রাসা গহরপুরের শিক্ষক মাওলানা মজম্মিল আলী।