বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খানের মনোনয়ন বাতিল

সিলেট-২: শফিকুর রহমান চৌধুরীসহ ৫ জনের  মনোনয়ন বৈধ, বাতিল ৭ ও স্থগিত ২



আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট – ২ আসনে মোট ১৪ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ, ৭ জনের বাতিল ও ২জনের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এ ঘোষণা প্রদান করেন।

প্রাপ্ত তথ্যানুসারে মনোনয়ন বৈধ হয়েছে – আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির ইয়াহ্হিয়া চৌধুরী এহিয়া, তৃণমূল বিএনপির মো. আবদুল মান্নান খান, জাকের পার্টির মো. ছায়েদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সোহেলের।

মনোনয়ন বাতিল হয়েছে – বর্তমান সংসদ সদস্য ও গণফোরামের প্রার্থী মোকাব্বির খান, তৃণমূল বিএনপির মো. আবদুর রব, কৃষক শ্রমিক জনতালীগের আবুল কালাম আজাদ, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান, ইকবাল হোসেন এবং মোশাহিদ আলীর।

মোকাব্বির খানের মনোনয়ন বাতিল প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান বলেন, প্রার্থী মোকাব্বির খান গণফোরামের নির্বাহী সভাপতি হিসেবে তার মনোনয়নপত্রে নিজেই সই করেন। কিন্তু তিনি যে দলের নির্বাহী সভাপতির দায়িত্ব পেয়েছেন তার কোন প্রমাণ রিটার্নিং কর্মকর্তার কাছে উপস্থাপন করতে পারেননি। যে কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী, মেয়র পদে থেকে জাতীয় সংসদ নির্বাচন করার বিধান না থাকায় স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অন্যদিকে এই আসনটিতে মনোনয়ন স্থগিত রয়েছে ২জন প্রার্থীর। তারা হলেন – জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মনোয়ার হোসেন।

প্রসঙ্গত, এই আসনে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহ্হিয়া চৌধুরী আয়কর রিটার্নের কাগজ জমা না দেয়ায় সকালে তার মনোনয়নপত্র স্থগিত করা হয়। পরবর্তীতে তিনি প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করায় বিকেলে জেলা রিটার্নিং অফিসার তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!