বালাগঞ্জে অপরাধ দমন, আসামী গ্রেফতার ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (০৩ ডিসেম্বর) বালাগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২জন আসামীসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন – সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামী বালাগঞ্জের কালিয়ারগাঁও গ্রামের মো. মছকন মিয়া, কলুমা গ্রামের মো. নাসির উদ্দিন এবং জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী নবীনগর গ্রামের মোনাঈম আহমদ (৪৩)। অভিযান পরিচালনা করেন এসআই লিটন চন্দ্র ঘোষ, এসআই জহর লাল দত্ত, এএসআই আকাশ চৌধুরী, এএসআই তরিকুল ইসলাম।
বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ বদিউজ্জামান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।