বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমজীবী পিতার মেয়ের বিয়েতে সমাজকর্মী মাসুকের অনুদান প্রদান



করোনাভাইরাসজনিত দুর্যোগে কর্মহীন, অস্বচ্ছল শ্রমজীবী পিতার মেয়ের বিয়ে উপলক্ষে ২০হাজার টাকা অনুদান প্রদান করেছেন সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি, আব্দুল আজিজ মাসুক মাসুক ফাউণ্ডেনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুক।
গত রোববার (০১ আগস্ট) সন্ধ্যায় বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের মোরারবাজারস্থ নেহার কমিউনিটি সেণ্টারে ওসমানীনগর উপজেলার ওই কর্মহীন শ্রমজীবী পিতার কাছে এ অনুদান হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অন্ষ্ঠুানে অনুদান হস্তান্তর করেন দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি আ.ফ.ম শামীম। এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সহ সাধারণ সম্পাদক এমএ কাদির, আব্দুল আজিজ মাসুক ফাউণ্ডেশনের কর্মকর্তা আব্দুল আহাদ, গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ইব্রাহিম ফরহাদ প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!