ওসমানীনগরের উছমানপুর ইউনিয়নে আর্থ মানবতার সেবার লক্ষ্যে “উছমানপুর ইউনিয়ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন” নামে একটি অরাজনৈতিক সমাজকল্যাণমূলক সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে।
গতকাল বিকালে উপজেলার পাঁচপাড়া গ্রামে এক সাধারণ সভার মাধ্যমে সংগঠনের কমিটি গঠন করা হয়। ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে সদস্য নিয়ে ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসি আকিকুর রহমান জিতুকে সভাপতি, বেরাখাল গহরপুর গ্রামের মোঃ সাজু মিয়াকে সাধারণ সম্পাদক ও ইছামতি গ্রামের সুলতান আহমদকে কোষাধ্যক্ষ করে ২৮ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন – সিনিয়র সহসভাপতি আরিফ আহমদ আরুক, সহসভাপতি ডাঃ মোঃ খছরু মিয়া, লয়েছ আহমদ, সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আকিক আহমদ চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মিঠুন, আইন বিষয়ক সম্পাদক মিঠু মিয়া চৌধুরী, সহকোষাধ্যক্ষ আব্দুর রহমান, প্রচার সম্পাদক আলিম রাজ, সহপ্রচার সম্পাদক সারোয়ার মাহবুব, দপ্তর সম্পাদক নেফুর আহমদ, সহদপ্তর সম্পাদক সাব্বির আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক আজাদুর রহমান চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক সামসুদ্দিন আহমদ সুমেল, সহ-শিক্ষা সম্পাদক হোসেন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুহেন আহমদ চৌধুরী, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা সিদ্দিকী, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মুমিন, পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ, নির্বাহী সদস্য দুলাল মিয়া, গিয়াস উদ্দিন, রিপন মিয়া, বেলাল আহমদ ও গিলমান আহমদ।