বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস্য, স্থানীয় রতনপুর নিবাসী রুশনা বেগম (৪৫) শুক্রবার (০৬ আগস্ট) বিকাল ৪টা ৪০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ২ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার রাত ৯টায় জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসা মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে, রুশনা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেছেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম এবং ৩নং ওয়ার্ডের সদস্য মো. আহমদ আলী।