শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছমিরুন বেগমকে ঢেউটিন প্রদান করলেন ইউএনও রোজিনা আক্তার



উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার (বামে) এর কাছ থেকে ঢেউটিন গ্রহণ করছেন অসহায় ছমিরুন বেগম।

বালাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল দক্ষিণ পাড়া গ্রামের ছমিরুন বেগমকে গৃহ মেরামতের জন্য ২ বান্ডিল ঢেউটিন প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজিনা আক্তার। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ডেকে নিয়ে বিধবা দরিদ্র ছমিরুন বেগমকে  এ ঢেউটিন প্রদান করা হয়। আগামী ১৭ আগস্ট ছমিরুন বেগমকে ছয় হাজার টাকার চেক প্রদান করবেন বলে ও জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার।

এর আগে গত পহেলা আগস্ট দরিদ্র ছমিরুন বেগমের ঘর আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরদিন এই প্রতিবেদকের ফেসবুকে একটি ভিডিও ফুটেজের মাধ্যমে ছমিরুন বেগম দেশ-বিদেশের সবার কাছে সাহায্য চান। ভিডিও ফুটেজটি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে এই প্রতিবেদকের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার অসহায় ছমিরুন বেগমের খুঁজখবর নেন এবং আজকে এ সাহায্য প্রদান করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!