বালাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল দক্ষিণ পাড়া গ্রামের ছমিরুন বেগমকে গৃহ মেরামতের জন্য ২ বান্ডিল ঢেউটিন প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজিনা আক্তার। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ডেকে নিয়ে বিধবা দরিদ্র ছমিরুন বেগমকে এ ঢেউটিন প্রদান করা হয়। আগামী ১৭ আগস্ট ছমিরুন বেগমকে ছয় হাজার টাকার চেক প্রদান করবেন বলে ও জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার।
এর আগে গত পহেলা আগস্ট দরিদ্র ছমিরুন বেগমের ঘর আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরদিন এই প্রতিবেদকের ফেসবুকে একটি ভিডিও ফুটেজের মাধ্যমে ছমিরুন বেগম দেশ-বিদেশের সবার কাছে সাহায্য চান। ভিডিও ফুটেজটি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে এই প্রতিবেদকের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার অসহায় ছমিরুন বেগমের খুঁজখবর নেন এবং আজকে এ সাহায্য প্রদান করেন।