শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মানব জাতির শান্তি ও কল্যাণ কামনায়

বালাগঞ্জে আব্দুল আজিজ মাসুকের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত



বালাগঞ্জে করোনাভাইরাসহ বিশ্বব্যাপী সকলপ্রকার দুর্যোগ থেকে মুক্তি এবং মানব জাতির শান্তি ও কল্যাণ কামনায় সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক এর পক্ষ থেকে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) বাদ জুম’আ ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে গহরপুর জামিয়ার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এমএ মালেক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সাংবাদিক এসএম হেলাল, আব্দুল আজিজ মাসুক ফাউণ্ডেশন’র কর্মকর্তা আব্দুল আহাদ , ইব্রাহিম ফরহাদসহ জামিয়ার শিক্ষক -ছাত্র এবং এলাকার সর্বস্তরের মুসল্লীয়ানগণ শরিক হন।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামিয়ার শিক্ষক হাফিজ মুফতি ছালেহ আহমদ মক্কী। পরিশেষে শিন্নি বিতরণ করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!