শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত



বালাগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে গত বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার।

সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – সহকারী কমিশনার (ভূমি) পলাশ মণ্ডল, বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফুর তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাশেদ গাজী, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন প্রমুখ।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!