শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জ’র বনভোজন, পালাবদল ও অর্থ প্রধান



এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জ’র উদ্যোগে ২১ আগস্ট শনিবার ফেঞ্চগঞ্জে দিনব্যাপী হাকালুকি হাওরে বনভোজন, জিরো পয়েন্টের ‘হাওর বিলাস’ এ পালাবদল অনুষ্ঠান, স্থানীয় কটালপুর বাজারে প্রায় অর্ধ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে এক হাজার টাকা করে সাহায্য প্রধান অনুষ্ঠান ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুস্টিত হয়।

ক্লাব সেক্রেটারি আবুল হুসাইনের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর আক্তার হুসেইন খান।

পালাবদল অনুষ্ঠানে শপথ পাঠ করান জেলা গভর্নর শাহেদুর রহমান।

উক্ত অনুষ্টানে উপস্তিত ছিলেন- লাইফ মেম্বার সাইফুল করিম হায়াত, পি ডি জি এড.গিয়াসউদ্দিন, বিশ্বনাথ ক্লাব’র পাস্ট প্রেসিডেন্ট এড. জালালুদ্দিন, সিলেট ক্লাব’র পাস্ট প্রেসিডেন্ট বাবুল মিয়া,গ্রীনহিলস ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট আদিল আহমেদ, এড.আব্দুল খালিক সুনামগঞ্জ ক্লাবের প্রেসিডেন্ট এড.আকমাল হুসেইন, শাহপরান ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট মাহবুবুর রহমান এরশাদ, এপক্স ক্লাব’র ফেঞ্চুগঞ্জের ফাউন্ডার প্রেসিডেন্ট এহতেনান আহমদ খান, ফাউন্ডার সেক্রেটারি দুলাল আহমেদ, পাস্ট প্রেসিডেন্ট হাসান আহমেদ, ইঞ্জিঃ কাওসার আহমদ, খায়রুল হাসান, আবু তাহের মুন্না, আনোয়ার হুসেইনসহ জেলা ৪ এর বিভিন্ন ক্লাব থেকে আগত এপেক্সিয়ানবৃন্দ। (বিজ্ঞপ্তি)

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন