মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে স্কুল শিক্ষিকা সাবিনা নেছারের রহস্যজনক মৃত্যু



যুক্তরাজ্যে সাবিনা নেছার (২৮) নামের এক স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে কমিউনিটিতে উদ্বেগের সৃষ্টি হয়েছে । বাংলাদেশি বংশোদ্ভূত স্কুল শিক্ষিকা সাবিনা নেছারের  মৃতদেহ গত শনিবার (১৮ই সেপ্টেম্বর) বিকালে সাউথ ইষ্ট লণ্ডনের কিডব্রুক এলাকার ক্যাটর পার্কে একটি কমিউনিটি সেন্টারেরর পাশে পাওয়া যায়। সাবিনা লুইশাম রাশিগ্রীন প্রাইমারী স্কুলের শিক্ষিকা ছিলেন ।

স্কুলের প্রধান শিক্ষক সাবিনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, তিনি অমায়িক ব্যবহারের অধিকারী ও একজন ভাল শিক্ষক ছিলেন। মৃত সাবিনা নেছারের দেশের বাড়ি জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে ।

পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।তবে এ পর্যন্ত খুনী সন্দেহে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হলেও শর্ত দিয়ে জামিন দেয়া হয়েছে।

সাবিনা নেছারের মৃত্যুর কারণ উৎঘাটনের জন্য মেট পুলিশ কাজ করে যাচ্ছে। তবে এই মৃত্যুতে বাংলাদেশিদের মধ্যে গভীর উৎকন্ঠা এবং ভয়ের সঞ্চার হচ্ছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!