শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের মুসলিমাবাদে বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষ



বালাগঞ্জের পূর্বগৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামের একটি বাজারের নামকরণের সাইনবোর্ড লাগানো নিয়ে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুসলিমাবাদ গ্রামের বেগ পরিবার ও চৌধুরী পরিবারে মধ্যে দীর্ঘদিন যাবত স্থানীয় একটি বাজারের নামকরণ নিয়ে বিরোধ চলে আসছিল। বাজারের একটি পার্শ্বে “সিরাজ বেগ বাজার” নামে একটি সাইনবোর্ড দীর্ঘদিন যাবত লাগানো রয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে তিন পার্শ্বে “চৌধুরী বাজার” নামে তিনটি সাইনবোর্ড লাগায় চৌধুরী পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে বেগ পরিবার বাজারে অবস্থান করে “চৌধুরী বাজার” নামীয় সাইনবোর্ড গুলো উপড়ে ফেলে। তাতে চৌধুরী পক্ষের লোকজন বাধা দিতে আসলে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে চৌধুরী পক্ষের ১ তরুণ গুরুত্বর আহত হয়েছে বলে জানা যায়। এছাড়াও দু’পক্ষের প্রায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, সংঘর্ষের খবর পেয়ে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষে জড়িত থাকা উভয় পক্ষের লোকজনকে বালাগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। উভয় পক্ষের লোকজনকেই থানায় নিয়ে আসি একটি সুন্দর সমাধানের জন্য। কিন্তু দু-পক্ষের মতবিরোধের কারণে আমরা দু-পক্ষের সংঘর্ষে সংশ্লিস্ট থাকা লোকজনকে আদালতে প্রেরণ করবো।

শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষই বালাগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!