প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রে অংশগ্রহণের জন্য ওইদিন বিকেল সাড়ে ৩টায় শীর্ষ নেতাদের এই আমন্ত্রণ জানানো হয়।