রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মো. আশক আলী সভাপতি ও মুফতি মাহমুদ জায়গীরদার সাধারণ সম্পাদক নির্বাচিত

বালাগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নির্বাচন সম্পন্ন



সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-বি-১৪১৮)’র অন্তর্ভূক্ত বালাগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত এ নির্বাচনে ৭টি পদে ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে মো. আশক আলী (ডাব) ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বী মো. তফুর আলী তফুর (আনারস) পেয়েছেন ৩৫ ভোট এবং মো. আনোয়ার হোসেন (আম) পেয়েছেন ২৭ ভোট। সহ-সভাপতি পদে রাজু আহমদ খালিছাদার (বাসগাড়ি) ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজু মিয়া (টেলিভিশন) পেয়েছেন ৪০ ভোট।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মুফতি মাহমুদ জায়গীরদার (বাইসাইকেল) পেয়েছেন ৬১ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. কয়েস আহমদ (চেয়ার) পেয়েছেন ৪৭ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মো. আব্দুল মুমিন (রিকশা) পেয়েছেন ৫৮ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুস শহীদ (চাকা) পেয়েছেন ৫৭ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী মো. কুসুম আলী (কলস) পেয়েছেন ৮১ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেজাউর রহমান মুজাহিদ (টেবিল ফ্যান) পেয়েছেন ৩০ ভোট।

কোষাধ্যক্ষ পদে বিজয়ী আব্দুর রব আকাশ (মটর সাইকেল) পেয়েছেন ৭১ ভোট। প্রতিদ্বন্দ্বী নূরুল ইসলাম মামুন (তালা চাবি) পেয়েছেন ৪৩ ভোট।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান (কোঁকড়া লাঠি) ৬৩ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিলাদ আহমদ (ঘোড়া) পেয়েছেন ৫১ ভোট। এ শাখার মোট ভোটার ১শ ৩১জন। ভোট প্রদান করেছেন ১শ ১৯জন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!