বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বালাগঞ্জ উপজেলায় চলতি বছর উফশী এবং স্থানীয় জাতের মিলে ৭হাজার ৫শ ৮০হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ওসমানীনগর উপজেলায় উফশী এবং স্থানীয় জাতের মিলে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮হাজার ২শ ৫০হেক্টর। সব মিলে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫হাজার ৮শ ৩০হেক্টর।
এদিকে চলতি বছর বালাগঞ্জে আউশ আবাদ হয়েছে ২হাজার ৫শ হেক্টর। এরমধ্যে উফশী ২হাজার ৪শ ০৭ এবং স্থানীয় ৯৩হেক্টর। ওসমানীনগরে আউশ আবাদ হয়েছে ৩হাজার ১শ ৩৫হেক্টর। এরমধ্যে উফশী ৩হাজার ৫০ এবং স্থানীয় ৮৫হেক্টর।
আলাপকালে বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, আউশের বাম্পার ফলন হয়েছে। তিনি জানিয়েছেন, চলতি মৌসুমে বালাগঞ্জ ও ওসমানীনগরে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫হাজার ৮শ ৩০হেক্টর।